কেন ক্রিয়া
পুনর্বাসন কেন্দ্র বাছাই করার ব্যপারে সতর্ক থাকা দরকার
দেশের কয়েকটি পুনর্বাসন চিকিৎসা কেন্দ্রের সাফল্যের কারণে বেশ কিছু ক্লিনিক বা ডিটক্সিফিকেশন সেন্টার পুনর্বাসন নাম ব্যবহার করছে অথচ পুনর্বাসনের অনেক গুরুত্বপূর্ণ উপাদানই সেগুলোতে দেখা যায় না। চিকিৎসাব্যবস্থার এই অসম্পূর্ণতার কারণে এসব কেন্দ্রে চিকিৎসা নেওয়া ব্যক্তি ও তাদের অভিভাবকরা ভালো ফলাফল না পেয়ে গোটা মাদকনির্ভরশীলতার চিকিৎসা নিয়ে বিভ্রান্ত ও হতাশ হয়ে পড়ছেন। সুতরাং, কার্যকর চিকিৎসা পেতে হলে সঠিক পুনর্বাসন কেন্দ্র বাছাই করা জরুরি।
‘ক্রিয়া’-র পুনর্বাসন চিকিৎসা
‘ক্রিয়া’ -র চিকিৎসাব্যবস্থায় পুর্বাসন চিকিৎসার প্রায় সকল উপাদানই রয়েছে। এগুলো হচ্ছে:
মটিভেশন/কনসালটেশন
এ্যাসেসমেন্ট
মেডিকেল চেক-আপ
ডিটক্সিফিকেশন
ব্যক্তিগত কাউন্সেলিং
পারিবারিক কাউন্সেলিং
সাইকোএডুকেশন/শিক্ষামূলক ক্লাস
রিল্যাপ্স প্রিভেনশন প্ল্যানিং
কগনিটিভ বিহেভিয়র থেরাপি
গ্রুপ থেরাপি
ওয়ার্ক কন্ডিশনিং
পারিবারিক সম্পর্কোন্নয়ন
বিনোদন ও খেলাধুলা
রিল্যাক্সেশন ও মেডিটেশন
গ্রুপ মিটিং
পারিবারিক মিটিং ও ক্লাস
ফলো-আপ ও আফটার-কেয়ার
আত্মসহায়ক দল ও ফেলোশিপ
‘ক্রিয়া’ প্রতিটি কেন্দ্র ডাক্তার, কাউন্সেলর, মাদকমুক্ত সুস্থ ব্যক্তি (রোল- মডেল), চিকিৎসা মনোবিজ্ঞানী /মনোবিজ্ঞানী, সাইকিয়াট্রিস্ট, সমাজকর্মী, ভকেশনাল ট্রেনার, আইনি পরামর্শদাতা, নানা ধরনের প্রশিক্ষক নিয়ে গড়া একটি টিম ‘থেরাপিউটিক কমিউনিটি’র পরিবেশ তৈরি করে উল্লেখিত চিকিৎসাসেবা দিয়ে থাকে ।
‘ক্রিয়া’-য় চিকিৎসার মেয়াদ
মূল চিকিৎসার মেয়াদ ৩ মাস (আবাসিক)। আবাসিক চিকিৎসা শেষে ১ মাসের অনাবাসিক (প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত) ফলো-আপ চিকিৎসা দেওয়া হয়। তিন মাসের চিকিৎসাশেষে চিকিৎসাপরবর্তী সেবা দেওয়া হয়।