পটভূমি

ক্রিয়ার যাত্রা শুরু ১৯৯৯ সালের পহেলা নভেম্বর। শুরুতে আমরা দেশের মাদকনির্ভরশীল জনগোষ্ঠী ও তাদের পরিবারগুলোর জন্য সাংস্কৃতিকভাবে সুসঙ্গত ও, একইসাথে, কম খরচে বিজ্ঞানসম্মত এমন চিকিৎসাসেবা দেওয়া শুরু করি যাতে পুনরায় পতনের (রিল্যাপ্স-এর) হার কম হয় অর্থাৎ চিকিৎসায় সাফল্যের হার তুলনামূলকভাবে বেশি হয়। ক্রিয়ার এই পথচলা শুরু হয় মাদকনির্ভরশীলতার চিকিৎসা ও পুনর্বাসন সেবায় দক্ষ পরিচালকদের হাত ধরে এবং পুরোপুরি স্হানীয়ভাবে প্রাপ্ত সম্পদ ব্যবহার করে। অতি দ্রুত ক্রিয়া হয়ে উঠে মাদকনির্ভরশীলতার চিকিৎসা ও পুনর্বাসন সেবায় নতুন ধারার প্রবর্ত্ক। এই নতুন ধারার ছিল দুটো মুখ্য দিক। প্রথমটি হচ্ছে এমন উদাহরণ সৃষ্টি করা যে পুরোপুরিভাবে স্হানীয় সম্পদ ব্যবহার করেই একটি ‘ড্রাগ রিহ্যাব’ সেন্টার চালানো সম্ভব, যা সেই সময়ে চিন্তাই করা যেতো না, যখন এধরনের সেন্টারগুলো ছিল অনেকাংশেই বিদেশী সাহায্য-সহযোগিতাপুষ্ট। ক্রিয়ার এই দৃষ্টান্ত অন্যদের, বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত রিকোভারিদের, উৎসাহিত করে দেশজুড়ে এধরনের সেন্টার গড়ে তুলতে। দ্বিতীয় দিকটি হচ্ছে মাদকনির্ভরশীলতা ও এর সঙ্গে জড়িত্‌ উচ্চঝুঁকিপূর্ণ্ আচরণগুলো বুঝতে ও তার প্রতিবিধান করার ক্ষেত্রে সোশ্যাল লার্নিং তত্ত্বের মতো আধুনিক ধারণা ও পদ্ধতির প্রয়োগ।

আইনি স্থিতি

২০০৪ সালে ক্রিয়া ১৮৬০ সালের সোসাইটিস আইনের ২১ নং ধারার অধীনে একটি সোসাইটি হিসেবে আত্মরূপান্তরণের মাধ্যমে উন্নয়নের অন্যান্য খাতে তার কর্মকাণ্ড সম্প্রসারিত করে।

মিশন ও ভিশন

ভিশন

ক্রিয়া এমন এক মানবসভ্যতার স্বপ্ন দেখে যেখানে প্রতিটি ব্যক্তি তার দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন, সকল কলঙ্ক ও বৈষম্য থেকে মুক্ত সমাজ গড়ায় সক্রিয়, এবং তার সম্ভাবনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সব ধারণা খতিয়ে দেখতে চায়।

মিশন

ক্রিয়া সমাজের কল্যাণ বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে জনসচেতনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংগঠন ও বর্ধনের কাজ করে যাবে।

মূল মূল্যবোধ

🞂 মুক্তমন: (আমরা) পরিবর্তনশীল বাস্তবতাকে নিরপেক্ষভাবে বিচার করতে চা্ই এবং নতুন ধ্যান-ধারণা ও সমালোচনার প্রতি মুক্তমন।

🞂 বৈষম্যহীনতা: (আমরা) লিঙ্গ, বর্ণ, জাতি, ধর্ম, সম্প্রদায়, আর্থসামাজিক অবস্থান ও রোগের ধরন নির্বিশেষে সেবাগ্রহীতাদের প্রয়োজনের প্রতি সংবেদনশীল।

🞂 প্রতিশ্রুতি: (আমরা) সুস্থ ও সৃজনশীল মানুষের সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

🞂 সততা: (আমরা) উদ্দেশ্যের সততা ও কর্মের স্বচ্ছতায় বিশ্বাসী।

উদ্দেশ্য

১. নারী, পুরুষ, কিশোর-কিশোরী, শিশু ও নপুংসকদের মধ্যে মাদকের অপব্যবহার, এইচআইভি/এইডস, এবং মানসিক ও কম্যুনিটি স্বাস্থ্যের ঝুঁকি কমাতে তাদের জন্য প্রতিরোধ, চিকিৎসা ও সহায়তা সেবা সুগম করা।

২. মাদকের অপব্যবহার, এইচআইভি/এইডস, এবং মানসিক ও কম্যুনিটি স্বাস্থ্যসম্পৃক্ত বিভিন্ন ইস্যুর দ্বারা ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়ক নীতিমালা প্রণয়নের জন্য বিশেষ এডভোকেসি কার্যক্রম চালানো।

৩. মাদকের অপব্যবহার, এইচআইভি/এইডস, এবং মানসিক ও কম্যুনিটি স্বাস্থ্য বিষয়ে জ্ঞানভাণ্ডার তৈরি করা।

সহায়ক কৌশলসহ লক্ষ্য

  • একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা (প্রাতিষ্ঠানিকীকরণ)
  • মাদকের অপব্যবহার, এইচআইভি/এইডস, এবং সাধারণ ও মানসিক স্বাস্থ্যের মতো বিভিন্ন ইস্যুর ওপর জনগণের সচেতনতা বাড়ানো এবং নীতি প্রণয়নকারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে এডভোকেসি চালানো
  • স্বাস্থ্যসেবা প্রদানের নানা ধরনের পদ্ধতি চালু করা
  • সামাজিক ও বৈজ্ঞানিক গবেষণা ও প্রকাশনার মাধ্যমে ক্রিয়ার থিমেটিক কর্মক্ষেত্রসমূহ অর্থাৎ মাদকাসক্তি, এইচআইভি/এইডস, এবং মানসিক ও কম্যুনিটি স্বাস্থ্যের ওপর জ্ঞানভাণ্ডার বাড়ানো
  • মানবোন্নয়নের লক্ষ্যে কাজ করছে এমন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে নেটওয়ার্ক ও সহযোগিতা গড়ে তোলা
  • ক্রিয়া সোসাইটির স্থিতি ও বৃদ্ধি অব্যাহত থাকা নিশ্চিত করা

থিমেটিক কর্মক্ষেত্রসমূহ

১. মাদকাসক্তি

২. মানসিক স্বাস্থ্য

৩. এইচআইভি/এইডস

৪. কমিউনিটি স্বাস্থ্য

পরিচালনা কৌশল

ক্রিয়া তার উদ্দেশ্যগুলি অর্জনের জন্য যেসব কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে তা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য পাঁচটি পরিচালনা কৌশল বেছে নিয়েছে। সেগুলো হচেছ:

১. গবেষণা

২. প্রশিক্ষণ ও শিক্ষণ

৩. প্রকল্প প্রণয়ন

৪. এডভোকেসি ও সচেতনতা বৃদ্ধি

৫. সামাজিক ব্যবসা