ক্লিনিক্যাল প্লেসমেন্ট

মানসিক স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান জনশক্তির সংকট কমাতে মাদকের অপব্যবহার ও মাদকাসক্তির ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের এমফিল কোর্সের ছাত্র-ছাত্রীদের জন্য ক্রিয়া ২০০৪ সাল থেকে একটি ক্লিনিক্যাল প্লেসমেন্ট চালিয়ে আসছে।

প্লেসমেন্টটির মূল উদ্দেশ্য হচ্ছে মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসনের ওপর প্রশিক্ষণার্থীদের জ্ঞান ও চিকিৎসার দক্ষতা বাড়ানো। প্রশিক্ষণার্থীদের নিম্নোক্ত লক্ষ্যগুলি পূরণ করতে হয়:

🢝 মাদকাসক্তির প্রকৃতি কী তা বোঝা

🢝 মাদক ব্যবহারের তীব্র ইচ্ছা বা মাদকের টান ব্যবস্থাপনা/নিয়ন্ত্রণের কার্যকর কৌশলগুলি চিহ্নিত করা ও সেগুলো ব্যবহার করতে শেখা

🢝 বিভিন্ন ধরনের মাদকনির্ভরশীলতার চিকিৎসাপদ্ধতি বোঝা ও তার ওপর প্রশিক্ষণ নেওয়া

🢝 মাদকনির্ভরশীলতার বিভিন্ন চিকিৎসাপদ্ধতির প্রয়োগ ও সেগুলোর কার্যকারিতা নির্ণয় করা

🢝 পুনরায় পতন রোধের মনোবৈজ্ঞানিক করণসমূহের (psychological tools) প্রয়োগ ও সেগুলোর কার্যকারিতা নির্ণয় করা

🢝 চিকিৎসাপ্রক্রিয়ায় পরিবারের সদস্যদের যুক্ত করা ও তাদের মনোবৈজ্ঞানিক সহায়তা দান

🢝 বিভিন্ন সাইকোথেরাপি মডেলকে ছিন্নমূল ইনজেক্টিং মাদকনির্ভরশীলদের নিয়ে কাজ করার উপযোগী করা

🢝 মাদক ও এইচআইভি/এইডস সম্পর্কিত ঝুঁকিপূর্ণ আচরণসমূহের ওপর কাউন্সেলিং প্রশিক্ষণ গ্রহণ করা যাতে উদ্দীষ্ট জনগোষ্ঠীকে কাউন্সেলিং দেওয়া ও তার কার্যকারিতা নির্ণয় করা যায়

এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের স্নাতক পর্বের ১৭০ জন ছাত্র-ছাত্রী এই প্লেসমেন্ট, যার মধ্যে রয়েছে নিবিড় অধ্যয়ন, প্রশিক্ষণ এবং মাদকের অপব্যবহার ও মাদকনির্ভরশীলতা চিকিৎসার বিভিন্ন ধরন, সাফল্যের সাথে শেষ করেছেন। ক্রিয়া পরিচালিত এই বিশেষায়িত পেশাদারী প্লেসমেন্ট-এর একটি প্রত্যক্ষ ফল হচ্ছে সেসব চিকিৎসা মনোবিজ্ঞানীরা যারা বিভিন্ন সরকারি ও সেরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাজ করছেন। তাদের প্রায় সবাই এই কর্মসূচির অধীনে প্রশিক্ষিত হয়েছেন এবং এর ফলে মাদকনির্ভরশীলতার চিকিৎসা ও পুনর্বাসন সেবার মানেও ইতিবাচক পরিবর্তন এসেছে।