বিবরণ
‘ক্রিয়া’র এই কর্মসূচিটি পরিচালিত হয় সাইকোলজিক্যাল রিসার্চ এ্যান্ড ইন্টারভেনশন অনওয়ার্ড (পিআরআইও, সংক্ষেপে ‘প্রিয়’) ইউনিটের অধীনে। ‘প্রিয়’ ‘ক্রিয়া’র চারটি মূল থিমেটিক কর্মক্ষেত্রের একটি – মানসিক স্বাস্থ্য খাতে কাজ করে।
মানসিক ডিসঅর্ডার একটি প্রধান বৈশ্বিক সমস্যা। বিশ্বজুড়ে অনেক মানুষই মানসিক বিশৃঙ্খলায় ভুগছেন। উন্নত বিশ্বের দেশগুলি এই সমস্যার সমাধানে প্রচুর অর্থ ও সময় ব্যয় করছে, তাদের জনসাধারণের জীবনযাপনের মান উন্নয়ন ও তাদের আরও কার্যকরী করে তুলতে কাজ করে যাচ্ছে। এখন মানুষ শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাকেও সমান গুরুত্ব দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, স্বাস্থ্য হলো, “পরিপূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা। শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়।” বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্য এই সমস্যার স্বরূপ একটু ভিন্ন। আমাদের দেশে স্বাস্থ্য বলতে মানুষ শারীরিক স্বাস্থ্যকেই বোঝে, মানসিক ও সামাজিক দিকটিকে উপেক্ষা করেন। এই সমস্যা থেকে বের হয়ে আসতে যে পেশাদারি সাহায্যের প্রয়োজন তা খুব অল্পসংখ্যক মানুষই বুঝতে পারেন। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০০৩–২০০৫ অনুযায়ী, এ দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৬.০৫ শতাংশই মানসিক ডিসঅর্ডারে ভুগছেন। পাশাপাশি অনেক শিশু এবং কিশোর–কিশোরীও এই সমস্যায় আক্রান্ত। একটি জরিপে জানা যায়, এই জনসংখ্যার ১৩.৪ শতাংশ আচরণগত (৩.২%), আবেগীয় (৮.৯%) ও অন্যান্য (১.২%) মানসিক বিশৃঙ্খলায় ভুগছেন (রব্বানী, ১৯৯৯)। মানসিক সমস্যার পাশাপাশি দিনে দিনে আত্মহত্যার প্রকোপও বাড়ছে। একটি সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশে হাসপাতালে জরুরি অবস্থায় ভর্তি হওয়া ১০–২০% রোগীই আত্মহত্যার চেষ্টার কারণে ভর্তি হন (রহমান, ১৯৮৬)। আরেকটি সমীক্ষায় দেখা যায়, বিশ্বে আত্মহত্যার হার বছরে ১৪.৫/১০০০০০ জন এবং বাংলদেশে এই হার ৮–১০/১০০০০০০ জন (আলম,২০০৪)। প্রয়োজনের তুলনায় এদেশে মানসিক স্বাস্থ্যসেবার পরিমাণ খুবই অপ্রতুল। শুধুমাত্র .০১১% মানুষের কাছে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য। মানসিক ডিসঅর্ডারের অভিজ্ঞতা একজন ব্যক্তি ও তার পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সমাজ ও জাতীয় ক্ষেত্রেও এর প্রভাব শুভ নয়। মানসিক অসুস্থতা সম্পর্কে জনসচেতনতার অভাব, মানসিক অসুস্থতা বিষয়ে সামাজিক কুসংস্কার এবং স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের অযথা নানা পরীক্ষা করে প্রচুর অর্থ অপচয় করা এর মূল কারণ। তাই সাধারণভাবে এটি বলা যেতে পারে যে, বাংলাদেশের মানুষ মানসিক অসুস্থতা ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন নন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার একটি প্রয়াস নিয়েছি।
আমাদের সেবাসমূহ
- ব্যক্তিগত কাউন্সেলিং ও সাইকোথেরাপি
- পারিবারিক কাউন্সেলিং ও সাইকোথেরাপি
- কগনিটিভ বিহেভিয়ার থেরাপি
- সিস্টেমিক ফ্যামিলি থেরাপি
- মনোবৈজ্ঞানিক পরীক্ষণের ব্যবস্থা ও রিপোর্ট প্রদান
- বুদ্ধি অভীক্ষা
- ব্যক্তিত্ব
- বিষণ্নতা
- উদ্বেগ
যেসব সমস্যার ক্ষেত্রে কাউন্সেলিং ও সাইকোথেরাপি প্রয়োজন
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
- বিষণ্নতা ও হতাশা
- উদ্বেগ ও অস্থিরতা
- শুচিবায়ু
- অধিক মানসিক চাপ
- অহেতুক ভয়
- পরীক্ষাভীতি
- আত্মহত্যার প্রবণতা ও আত্মহত্যার চেষ্টা করা
- মনোযোগের সমস্যা
- ঘুমের সমস্যা
- নিজের ক্ষতি করা
- অতিরিক্ত রাগ
- সামাজিক দক্ষতার অভাব
- দাম্পত্য দ্বন্দ্ব
- পারিবারিক সম্পর্কে সমস্যা
শিশু-কিশোরদের ক্ষেত্রে
- স্কুল ও পরীক্ষাভীতি
- অতিরিক্ত জিদ করা
- উদ্বেগ ও অস্থিরতা
- বিষণ্নতা
- নিজের ক্ষতি করা
- আত্মহত্যার প্রবণতা
- পড়াশোনায় অমনোযোগিতা
কখন বুঝবেন আপনার সাহায্যের প্রয়োজন
-
- যখন দেখবেন উপরোক্ত সমস্যাগুলো তিন থেকে ৬ মাসের বেশি স্থায়ী
- আপনার দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে
- আপনার আশেপাশের মানুষ বুঝতে পারছে আপনি কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।
প্রিয়-র বর্তমান চিকিৎসা মনোবিজ্ঞানীদের প্যানেল
১. মোঃ জহীর উদ্দিন, এমফিল
২. সালমা পারভিন, এমফিল
৩. জিনাত সামস, এমএস
৪. হোসনে আরা বেগম বন্যা, এমফিল
৫. সাবিহা জাহান, এমফিল
৬. শাহানুর হোসেন সবুজ, এমফিল
৭. হাজেরা খাতুন, এমফিল
৮. আফরোজা রহমান, এমফিল
৯. তরুণ কান্তি গায়েন, এমফিল
১০. মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, এমএস
১১. মোসাম্মাৎ শম্পা, এমএস
১২. শুভাশীস কুমার চ্যাটার্জি, এমএস
১৩. সুমিত জেরিন নিলাভ, এমএস
১৪. মোঃ মারুফ হোসেন, এমএস
১৫. সৈয়দা শাহিদা বেগম, এমএস
১৬. লিটন বড়ুয়া, এমএস
১৭. শারিকা তাসনিম, এমএস
১৮. মোসলেমা আফরুজ্জাহান, এমএস
সাক্ষাতের জন্য সময় ঠিক করা
‘প্রিয়’ যেসব সেবা প্রদান করে তা গ্রহণের জন্য যে কোনো ব্যক্তি নিম্নোল্লিখিত ঠিকানায় যোগাযোগ করলে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার নাম, ঠিকানা, ফোন নম্বর, উদ্দীষ্ট সেবা ও চিকিৎসা মনোবিজ্ঞানীর নাম নথিভুক্ত করে পরবর্তিতে তাকে সাক্ষাতের সময় ও অন্যান্য তথ্য জানিয়ে দেবেন।
ঠিকানা
বাসা ৩১২, রোড ২, বাইতুল আমান হাউজিং সোসাইটি,
আদাবর, ঢাকা-১২০৭ (আদাবর থানার পেছনে)।
মোবাইল: ০১৬৮৫২০২১২০;
ই-মেইল: info@creabd.org