ভর্তি

মাদকনির্ভরশীলতা থেকে বের হয়ে আসা কি সম্ভব?

অবশ্যই সম্ভব! যদিও অনেকেই মনে করেন, মাদকনির্ভরশীলতা থেকে বের হয়ে আসা সম্ভব নয়। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, মাদকগ্রহণকারীদের মধ্যে একটা অংশ নিজের চেষ্টাতেই মাদক ছেড়ে দিতে পারেন। তবে অনেকের পক্ষে শুধুমাত্র নিজের চেষ্টায় মাদকনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। কার্যকর চিকিৎসা নিয়েই কেবল এরা মাদকসমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

মাদকনির্ভরশীলতা থেকে কার্যকরভাবে মুক্ত হতে প্রয়োজন সমন্বিত চিকিৎসা

 

বাংলাদেশে মাদকনির্ভরশীলতার কী চিকিৎসা চালু আছে?

বাংলাদেশে মাদকনির্ভরশীলতার দুধরনের চিকিৎসা আছে: মেডিকেল ডিটক্সিফিকেশন ও পুনর্বাসন চিকিৎসা।

মেডিকেল ডিটক্সিফিকেশন

এতে  প্রথমেই ব্যক্তির মাদক নেওয়াকে বন্ধ করা হয়। মাদক গ্রহণ বন্ধ করার ফলে প্রত্যাহারজনিত শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়, যেমন: বমি, পাতলা পায়খানা, হাত-পা চাবানো, অস্থিরতা, উত্তেজনা, ঘুমের সমস্যা, ইত্যাদি। বিভিন্ন ধরনের ঔষুধ প্রয়োগের মাধ্যমে এসকল উপসর্গের চিকিৎসা করা হয়। স্বল্পমেয়াদি এই চিকিৎসা (৭-১৫ দিন) দেশের বিভিন্ন ক্লিনিকে (ইনডোর/আউটডোর) ডাক্তার ও সাইকিয়াট্রিস্টদের তত্ত¡াবধানে পরিচালিত হয়ে থাকে। মাদকনির্ভরশীলতার চিকিৎসা সম্পর্কে সঠিকভাবে না জানার কারণে অনেক অভিভাবক এটিকেই পূর্ণাঙ্গ চিকিৎসা মনে করেন। অথচ এটি চিকিৎসার প্রথম ধাপ মাত্র।

 

যোগাযোগ

বাসা ৩১২, রোড ২, বাইতুল আমান হাউজিং সোসাইটি,
আদাবর, ঢাকা-১২০৭ (আদাবর থানার পেছনে)।
মোবাইল: ০১৭২ ৪৯ ৭৯ ৪১৫;
ই-মেইল: info@creasociety.org